দেশ ও জাতির সমৃদ্ধি, দুনিয়াি এবং আখেরাতের শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাতে অংশ নিতে রবিবার ভোর থেকেই দূর দূরান্ত থেকে মুসল্লিরা টঙ্গীতে আসতে শুরু করে।
মুসল্লিরা যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই ইজতেমা মাঠে পৌঁছান। তবে ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছিল বাংলাদেশ রেলওয়ে। লাখো মুসল্লির সমাগমে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ইজতেমার মাঠ। অনেকেই জায়গা না পেয়ে ঢাকা-গাজীপুর মহাসড়কসহ আশপাশের অলি-গলি, বাসাবাড়ি, কল-কারখানা ছাদে বসে মোনাজাতে অংশ নেন।
আজ রবিবার বেলা ১১টা ৮ মিনিটে মোনাজাত শুরু হয়। প্রায় ৪০ মিনিট মোনাজাত করেন বাংলাদেশে তাবলিগ জামাতের মুরুব্বি হাফেজ মাওলানা মো. জোবায়ের।
আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়া প্রথম পর্ব ছিল বাংলাদেশে তাবলিগ জামাতের প্রধান মারকাজ কাকরাইলের মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদের অনুসারীদের অংশগ্রহণে। মাওলানা সাদের অনুসারীদের অংশগ্রহণে দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ১৭ থেকে ১৯ জানুয়ারি।
আনন্দবাজার/এফআইবি