বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জয়পুরহাট জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা

জয়পুরহাটে চলতি নভেম্বর মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা শুরু হয় ।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এতে সভাপতিত্ব করেন।

সভায় অন্যান্যের মধ্যে- অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) কেএমএ মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ আনোয়ার পারভেজ, আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, স্থানীয় সরকার বিভাগের নবাগত উপ-পরিচালক সরকার মোঃ রায়হান ও নবাগত সিভিল সার্জন ডাক্তার মোঃ আকুল উদ্দিন বক্তব্য রাখেন।

সভায় জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমের আলোচনা-পর্যালোচনা শেষে গৃহীত সকল উন্নয়ন মূলক ও জনহিতকর কার্যক্রম অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে- শেষ করার তাগিদ দেয়া হয়।

এ সভায় জেলার বিভিন্ন দপ্তরের (দায়িত্বপ্রাপ্ত) প্রধান, সকল উপজেলার নির্বাহী অফিসার সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে একই স্থানে- জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, জেলা তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটি,যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ কমিটি ও জেলা আইসিটি কমিটির মাসিক সভা শুরু হয়।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঘোড়াঘা‌টে ভাতা পরিশোধ বহি ও অস্বচ্ছলদের মাঝে ত্রাণ বিতরণ

সংবাদটি শেয়ার করুন