ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে পালন

“পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম নীলফামারীর আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২৩’ উদযাপন উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপারের কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে অতিথিগণের উপস্থিতো বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ আবদুল্লাহ্ আল-ফারুক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্জেপাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম শফিকুল আলম ডাবলু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সকল শ্রেণি পেশার মানুষকে পুলিশের কাজে সহযোগিতা, অপরাধ বিরোধী সচেতনতা তৈরি, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনাসহ কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং কমিউনিটি পুলিশিংকে আরো বেশি জনমুখী করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩ উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য (CPM) মোঃ মোকসেদুল মোমিন, সভাপতি কমিউনিটি পুলিশিং কার্যনির্বাহী কমিটি, সৈয়দপুর থানা নীলফামারী ও চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সৈয়দপুর এবং শ্রেষ্ঠ CPO অফিসার মোঃ নুর ইসলাম, এসআই (নিঃ), কিশোরগঞ্জ থানা, নীলফামারী নির্বাচিত হওয়ায় তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি মহোদয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আমিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমাড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, ডিডির এনএসআই মোঃ খালিদ হাসান, কমিউনিটি পুলিশিং কার্যনির্বাহী কমিটি নীলফামারী থানার সভাপতি মোঃ হাফিজুর রশিদ প্রামানিক মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক, সাবেক উপসচিব; বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডুসহ নীলফামারী জেলা সকল উপজেলার উপজেলা চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ; বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ; কমিউনিটি পুলিশিং ফোরাম নীলফামারীর সদস্যবৃন্দ; বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ;নীলফামারী জেলার সর্বস্তরের জনসাধারণ, নীলফামারী জেলা পুলিশের অফিসার ও ফোর্স এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন