ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। ‘ – এ প্রতিপাদ্য কে সামনে রেখে নানা কর্মসূচিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

জেলা পুলিশের উদ্যোগে শনিবার সকালে এ উপলক্ষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি (শোভাযাত্রা) বের হয়ে পুলিশ লাইন্স ড্রিল সেডে গিয়ে শেষ হলে সেখানে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক গোলাম হাক্কানী, সদস্য সচিব নন্দলাল পার্শী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেন, জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি নুরুল আমিন, জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শাম্মীম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন