ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

আগামীকাল রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর পূর্ব রামপুরা,পশ্চিম রামপুরা, বনশ্রী ও আশেপাশের এলাকায় গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস।

এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, লিকেজ সমস্যা নিরসনে পাইপলাইন সংস্কার কাজের জন্য কয়েকটি এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে সন্ধ্যা ৬টার পর থেকে আবারও লাইনগুলো সচল হবে।

জনসাধারণের এই সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। লিকেজ সমস্যা নিরসনের কারণে আগামীকাল সকাল ৯টা থেকে প্রায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঢাকার বড় একটি অংশের কয়েক লাখ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন