ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে জয়পুরহাটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে টার্মিনাল থেকে কোন দুরপাল্লা ও আন্তঃজেলার বাস ছাড়েনি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এতে বাধ্য হয়ে ভেঙে ভেঙে ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।

তবে শহরে ছোট ছোট সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে শহরের বিভিন্ন দোকানপাট, চলাচল করছে ট্রেনও। সকাল থেকে বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীকে সড়কে পিকেটিং করতে দেখা যায়নি। এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়িয়েছে পুলিশ।

বাস মালিক সুত্র জানিয়েছে, অবরোধের মধ্যে সড়কে অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কায় কোন বাস চলাচল করছে না।

সংবাদটি শেয়ার করুন