নারীর ক্ষমতায়ন, নারীদের জন্য প্লে গ্রাউন্ড তৈরি, ময়লা আবর্জনা ব্যবস্থাপনায় ডাম্পিং স্টেশন তৈরি, সমাজে নারী ও শিশুদের সুরক্ষা ব্যবস্থা জোরদার বিষয়ে গুরুত্বারোপ করেছেন নোয়াখালী জেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যান মৌমিতা তাশরিন রিভা।
আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার দুপুরে নোয়াখালী ‘গার্লস টেক ওভার’ কর্মসূচিতে এক ঘন্টার জন্য নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতীকী দায়িত্ব পালন করেছেন ১৬ বছর বয়সী শিশু, এনসিটিএফ নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক ও নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মৌমিতা তাশরিন রিভা।
‘মেয়েদের এক্টিভিজম ও বিনিয়োগের সম্ভাবনা’ স্লোগানে বিগত বছরগুলোর ন্যায় এবারও কন্যা শিশুদের এগিয়ে নিতে সাহস, শক্তি ও প্রেরণা জোগাতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ইয়েস বাংলাদেশ ও ইয়ুথ ফর চেইঞ্জ বাস্তবায়নে নোয়াখালীতে স্থানীয় সরকার ‘গার্লস টেক ওভার’ কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)।
কর্মসূচীর আওতায় স্থানীয় সরকার সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ে জনসেবা ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে কন্যা শিশুদের যেকোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে এবার জেলা পর্যায়ে সর্বোচ্চ স্থানীয় সরকার প্রতিষ্ঠান জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনসহ জেলা পরিষদের কার্যাবলী সম্পর্কে ধারণা লাভ এবং নারী ও শিশুদের কল্যাণে প্রকল্প গ্রহণের অনুরোধ জানান।
এনসিটিএফের সভাপতি সাইফুল ইসলাম রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, প্রতীকী চেয়ারম্যান ও এনসিটিএফের সাধারণ সম্পাদক মৌমিতা তাশরিন রিভা। এসময় ইয়েস বাংলাদেশের নোয়াখালী জেলার সভাপতি নাজিব আহমেদ নাবিল ও ইয়েস বাংলাদেশ নোয়াখালী জেলার মেম্বার আরফাত আরা ভূঁইয়াসহ এনসিটিএফ’র সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু বলেন, আমি সৌভাগ্যবান ও আনন্দিত কারণ আমার সন্তানতুল্য কন্যা মৌমিতা আমার পাশে চেয়ারম্যান হিসেবে বসে আছে। প্রাক্তন চেয়ারম্যান হিসেবে আমার প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটা মৌমিতাদের হাত ধরে এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। এনসিটিএফ এর নারী ও শিশুদের কল্যাণে সকল কার্যক্রমে জেলা পরিষদ সব সময় পাশে থাকবে। আমি পাশে থেকে তাদের সহযোগিতা করবো।