ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির মামলায় শিক্ষকের ৩ বছরের জেল

নওগাঁর সাপাহারের ডাঙ্গাপাড়া মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে যৌন হয়রানির মামলায় মাদ্রাসার শিক্ষককে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

রবিবার নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। জরিমানার অর্থ ভুক্তভোগী ছাত্রীকে প্রদানের নির্দেশ দিয়েছেন বিচারক।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৪ নভেম্বর মাদ্রাসার ছাত্রীরা জোহরের নামাজ পড়তে গেলে এই সুযোগে উক্ত ছাত্রীকে পরিহিত লুঙ্গি খুলে শিক্ষক আব্দুস সালাম (৩৮) বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি করেন। এক পর্যায়ে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। নির্যাতনের শিকার ছাত্রীর বাবা সাপাহার থানায় অভিযোগ করলে এসআই মো. মনিরুল ইসলাম তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট মো. মকবুল হোসেন ও আসামি পক্ষে অ্যাডভোকেট আবু জাইদ মো. রফিকুল আলম (রফিক) মামলা পরিচালনা করেন।

রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন