ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ র‌্যালি

ফিলিস্তিনে শিশু, নারী, বৃদ্ধ সহ নির্বিচারে গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুসল্লিরা। একইসাথে তারা ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের অবসানের জন্য বিশ^ নেতৃবৃন্দের কাছে দাবি জানান।

শুক্রবার জুমার নামাজের পর জেলা জজ কোর্ট জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হন।

সমাবেশে মুসল্লি’সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন বক্তব্য রাখেন। বক্তারা ফিলিস্তিনে যুদ্ধবিরতীর মাধ্যমে এ সমস্যা সমাধানের জন্য বিশ^ নেতাদের দায়িত্ব এবং ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন