ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি (শোভাযাত্রা) বের করা হয়। র্যালিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী ।

র্যালিটি শহরের জয়পুরহাট সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে গিয়ে শেষ হলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্যের ওপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সবুর আলীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা বিআরটিএ এর ইন্সপেক্টর (পরিদর্শক) রামকৃষ্ণ পোদ্দার। পরে বিশেষ অতিথিদের মধ্যে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, রেডক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট জেলা ইউনিটের সেক্রেটারি গোলাম হক্কানী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সিনিয়র প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন