২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা জমে উঠলো ছুটির দিনে। ক্রেতা-দর্শনার্থীরা শনিবার সকাল থেকেই মেলায় আসা শুরু করেন। ক্রেতা-দর্শনার্থী সংখ্যা আরও বাড়তে থাকে বেলা বাড়ার সাথে সাথে। দুপুরের মধ্যেই প্রাণবন্ত হয়ে যায় মেলাপ্রাঙ্গণ।
বিক্রেতারা জানান, এখন পর্যন্ত সর্বোচ্চ দর্শনার্থী এসেছে শনিবার। বিক্রি আরও বাড়বে আশা করছি।
শনিবার সকালে প্রধান ফটক খুলে দেওয়ার পর থেকেই দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে শুরু করে। শান্তিপূর্ন ভাবে টিকিট দেখিয়ে মেলাপ্রাঙ্গণে প্রবেশ করতে থাকেন ক্রেতারা। ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। সব বয়সী নারী-পুরুষ ও শিশুরা আসতে শুরু করেন মেলাপ্রাঙ্গণে। বিক্রেতারাও বেশ খুশি দর্শনার্থী বেশি হওয়ায়। তারা মনে করেন, দর্শনার্থী বেশি হলে মেলা প্রাণ ফিরে পাবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে থেকে জানা গেছে, এবারের বাণিজ্যমেলায় ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের চারটি দল সার্বক্ষণিক তৎপর যে কােন ধরনের অব্যবস্থাপনা এড়াতে। পর্যাপ্ত সিসিটিভি ক্যমেরা রয়েছে বিভিন্ন পয়েন্টে। এছাড়া নিরাপত্তার জন্য আছে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও গোয়েন্দা।।
আনন্দবাজার/এস.কে