শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচিতে যথাযথ মর্যাদায় ‘শেখ রাসেল দিবস ‘ পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয় ।
পরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার পারভেজ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্তি পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ সবুর আলী, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি গোলাম হক্কানী সহ জেলার বিভিন্ন দফতর প্রধান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে- বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে-মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।