ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের মানুষ আর অন্ধকারে যেতে চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের মানুষ আর অন্ধকারে যেতে চায় না স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেচেন, ‘যারা বাংলাদেশকে অচল করার প্রচেষ্টা নিয়েছিলেন তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছেন’। এদেশের জনগণ আর অন্ধকারে যেতে চায় না, এদশের জনগন আলোকিত বাংলাদেশ দেখতে চায়। এদেশের জনগণ সন্ত্রাস ও জঙ্গীবাদকে প্রত্যাখ্যান করেছে।

রোববার বিকেলে নোয়াখালীর চাটখিল থানার নবনির্মিত ব্যারাক ও কনফারেন্স কক্ষের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, জনগণ যাদের সঙ্গে নেই তারা যতই আস্ফালন করুক, যতই কিছু করুক কিছুই পাবেনা। কারণ জনগণের শক্তিই হলো আসল শক্তি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন