ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের ১৪তম ব্যাচের উদ্বোধন

বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নীলফামারীর নায়েক ও কনস্টেবলদের ৬দিন মেয়াদী ‘দক্ষতা উন্নয়ন কোর্সের’ ১৪তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আবদুল্লাহ্ আল-ফারুক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা আমিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিঃ) আহসান হাবিবসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও প্রশিক্ষণার্থীগণ। দক্ষতা উন্নয়ন কোর্সে ৪০জন অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন