ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় নিখোঁজ নাগরিকের মরদেহ তিস্তার চরে উদ্ধার

ভারতীয় নিখোঁজ নাগরিকের মরদেহ তিস্তার চরে উদ্ধার

নীলফামারীর ডিমলায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজদের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার(৫ অক্টোবর) দুপুরে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিছামত ছাতনাই চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে মরদেহটি হস্তান্তর করে বিজিবি। তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া মরদেহের নাম পরিচয় মিলেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লাইছুর রহমান। তিনি বলেন, সকাল ৮ টার দিকে কিছামত চরে অজ্ঞাত ৩৮ বছর বয়সী এক যুবকের মরদেহ দেখতে পেয়ে বিজিবিকে সংবাদ দেয় স্থানীয়রা। পরবর্তীতে বিজিবি ডিমলা থানা পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে পুলিশ, বিজিবি, বিএসএফ ও ভারতীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে মরদেহটি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
ওসি বলেন, মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না। তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহটি সিকিমের বন্যায় নিখোঁজদের মধ্যে একজনের।

সংবাদটি শেয়ার করুন