সবচেয়ে প্রভাবশালী পাসপোর্টের একটি র্যাংকিং প্রকাশিত হয়েছে সম্প্রতি। তালিকার শীর্ষ তিনটি স্থানই দখল করেছে এশিয়ার তিনটি দেশ। জার্মানি, ফিনল্যান্ডের মতো প্রভাবশালী দেশগুলোকে পেছনে ফেলে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেছে জাপান ও সিঙ্গাপুর। তালিকাটি প্রকাশ করেছে ভ্রমণ বিষয়ক বৈশ্বিক র্যাংকিং প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স।
তালিকায় টানা তৃতীয়বারের মতো সবচেয়ে প্রভাবশালী পাসপোর্ট হিসেবে নির্বাচিত হয়েছে জাপানের পাসপোর্ট। অগ্রিম ভিসা বা অন-অ্যারাইভাল ভিসা ছাড়া সর্বোচ্চ ১৯১টি দেশে প্রবেশ করতে পারে জাপানি নাগরিকরা। দ্বিতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরের নাগরিকরা তাদের পাসপোর্ট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯০টি দেশে প্রবেশ করতে পারে।
অগ্রিম ভিসা বা অন-অ্যারাইভাল ভিসা ছাড়া যে নয়টি পাসপোর্ট নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি দেশে প্রবেশ করা যাবে, সেগুলো হলো, জাপান (১৯১টি দেশ), সিঙ্গাপুর (১৯১টি দেশ), দক্ষিণ কোরিয়া (১৮৯টি দেশ), জার্মানি (১৮৯টি দেশ), ইতালি (১৮৮টি দেশ), ফিনল্যান্ড (১৮৮টি দেশ), স্পেন ((১৮৭টি দেশ), লুক্সেমবার্গ (১৮৭টি দেশ), ডেনমার্ক (১৮৭টি দেশ)।
তালিকায় নিচের দিকে অবস্থান করছে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার মতো যুদ্ধবিদ্ধস্ত দেশগুলো। এর মধ্যে আফগান নাগরিকরা তাদের পাসপোর্ট দিয়ে মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারে।
হেনলি পাসপোর্ট সূচক কর্তৃপক্ষ জানায়, আগে থেকে ভিসা আবেদন ছাড়া সবচেয়ে বেশি দেশে যেতে পারা এবং ভ্রমণ করতে পারার মত বিষয়ের ওপর ভিত্তি করে র্যাংকিংটি করা হয়েছে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের পিআর ডিরেক্টর প্যাডি ব্লুয়ার বলেন, পাসপোর্ট একটি সার্বভৌম দেশের ইতিবাচক ও নেতিবাচক ভাবমূর্তির পরিচয় দেয়। দেশটির সঙ্গে অন্য দেশগুলোর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কেমন তাও অনেকখানি নির্ভর করে পাসপোর্টের ওপর। সে হিসেবে বৈশ্বিক বাণিজ্য, রাজনীতি ও অর্থনীতিতে অনেক বেশি প্রভাবশালী ও ইতিবাচক ভাবমূর্তির বলা যায় তালিকার প্রথম দিকের পাসপোর্টগুলোকে।
আনন্দবাজার/ডব্লিউ এস