ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাউফলে প্রধানমন্ত্রী ৭৭তম জম্মদিন পালন

বাউফলে প্রধানমন্ত্রী ৭৭তম জম্মদিন পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বাউফল পৌরসভা মিলনায়তনে ৭৭জন হাফেজ দিয়ে কোরআন শরিফ খতম,কোরআনের হাফেজদের মাঝে নগদ অর্থ উপহার প্রদান, ফলজ ও বনজ বৃক্ষ রোপণ ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য এসএম ইউসুফ,এএনএম জাহাঙ্গীর হোসেন চেয়ারম্যান দাসপাড়া, গোলাম মোস্তফা চেয়ারম্যান মদনপুরা ইউপি,শফিকুল ইসলাম (শিপন) সাধারণ সম্পাদক বাউফল উপজেলা সেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান, সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান জামসেদ,জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মীর মশিউর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, বাউফল পৌরসভা সহকারী প্রকৌশলী আতিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল বলেন, বঙ্গবন্ধু ধন্য পিতা, আর শেখ হাসিনা হচ্ছেন ধন্য কন্যা। ডিজিটাল বাংলাদেশের পর এখন স্মার্ট বাংলাদেশ হবে শেখ হাসিনার নেতৃত্বে।শেখ হাসিনা বিশ্বের কাছে মানবতার প্রতীক। অসম্ভবকে সম্ভব করেন তিনি হচ্ছেন শেখ হাসিনা। পদ্মা সেতু তৈরী করে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সারাদেশে এক অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।আর মানবতার জননীর জন্মদিন উপলক্ষে আজ ৭৭ জন হাফেজের মাধ্যমে ৭৭ বার পবিত্র কোরআন শরিফ খতম, ৭৭ হাফেজকে ৭৭ হাজার নগদ অর্থ উপহার প্রদান,৭৭ টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ ও কেক কাটা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন