ঢাকা | রবিবার
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাব্বির রাজশাহীর বোয়ালিয়ার শালবল এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি সকাল সাড়ে ৬টার দিকে তারাপুর লেভেলক্রসিং এলাকায় পৌঁছলে ওই যুবক ট্রেনে কাটা পড়ে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, রেললাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় বা হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন