বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
অর্ধলক্ষ টাকা জরিমানা! প্রায় ১০০০ বস্তা গো-খাদ্য ধ্বংস

শাহজাদপুরে ভেজাল গো-খাদ্য কারখানায় অভিযান

শাহজাদপুরে ভেজাল গো-খাদ্য কারখানায় অভিযান

সিরাজগঞ্জ শাহজাদপুরে ভেজাল গো-খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গো-খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে কারখানার মালিক এরশাদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও প্রায় এক হাজার বস্তা ভেজাল গো-খাদ্য জব্দ করে ভ্রাম্যমান আদালত। গতবুধবার বিকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগুনে পুরিয়ে এক হাজার বস্তা গো-খাদ্য ধ্বংস আদালত।

কারখানার মালিক এরশাদ মোল্লা উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের আবু বক্কর সিদ্দিকির ছেলে।

উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান। এতে সার্বিক সহযোগিতা করে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও শাহজাদপুর থানা পুলিশ।

এবিষয়ে উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ বিল্লাল হোসন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কারখানার মালিক এরশাদ মোল্লা দীর্ঘদিন ধরে ভুট্টার মোছা, ডাষ্ট, তুষ, কাঠের গুড়া বিভিন্ন গাছের পাতা দিয়ে খাদ্য তৈরী করে বাজার জাত করে আসছিল। এরপেক্ষিতে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গঙ্গাপ্রসাদ এলাকায় এরশাদের কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদলত। এসময় প্রায় এক হাজার বস্তা ভেজাল গো-খাদ্য জব্দ ও ভেজাল গো-খাদ্য উৎপাদনের দায়ে ব্যাবসায়ী এরশাদ মোল্লাকে অর্ধলক্ষ টাকা জরিমানা ও আগুনে পুরিয়ে করে গো-খাদ্য ধ্বংসের নির্দেশ দেয় এ আদালত।

পরে সহকারি কমিশনার লিয়াকত সালমান ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন এবং থানা পুলিশের উপস্থিতিতে দুদিন ব্যাপি গো-খাদ্য পুরিয়ে ধ্বংস করা হয়।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঝিনাইদহে প্রায় দুই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

সংবাদটি শেয়ার করুন