ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মানিকগঞ্জে পুলিশের তৎপরতায় ৬৭টি হারানো মোবাইল উদ্ধার

মানিকগঞ্জে পুলিশের তৎপরতায় ৬৭টি হারানো মোবাইল উদ্ধার

মানিকগঞ্জে পুলিশের তৎপরতায় ৬৭টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে জেলা পুলিশ। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত থানায় জিডির পরিপ্রেক্ষিতে জেলার অভ্যন্তরে ও বাইরে কয়েকটি অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইলগুলো উদ্ধার করেছে পুলিশের একটি চৌকষ টিম। উদ্ধারকৃত মোবাইল গুলোর মধ্যে মানিকগঞ্জ সদর থানার ৩০টি, সিংগাইরের ২৩টি, সাটুরিয়ার ১টি, শিবালয়ের ২টি, ঘিওরের ৬টি, দৌলতপুরের ৪টি ও হরিরামপুর থানার ১টি মোবাইল রয়েছে।

ব্রিফিং শেষে পুলিশ সুপার হারিয়ে যাওয়া মোবাইলগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন। এসময় তিনি বলেন, কারও মোবাইল ফোন হারিয়ে গেলে থানায় জিডি করতে হবে। পুলিশকে অবহিত করেলে পুলিশ অবশ্যই তা উদ্ধার করে দেবে। আমরা মানুষের সব ধরনের সেবা দিতে সর্বদা প্রস্তুত আছি।

জিডিকৃতদের মধ্যে একজন মশিউর রহমান। তিনি সাভারের নবীনগর এলাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরী করেন। তিনি বলেন, কয়েক সপ্তাহ আগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাসের ভেতর থেকে আমার স্মার্টফোনটি হারিয়ে যায়। পকেটমার নিয়ে গেছে সন্দেহে মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি। পুলিশের সার্বিক সহযোগিতায় আজ হারানো মোবাইল ফোনটি হাতে পেয়েছি। এটি ফেরত পেতে আমার এক টাকাও খরচ হয়নি।

সিংগাইর উপজেলার আঙ্গারিয়া গ্রামের রেখা রানী মন্ডল বলেন, অনেক কষ্ট করে একটি ভালো মোবাইল ফোন কিনে আমার মেয়েকে দেই। সেই মোবাইল আমার নাতির কাছ থেকে চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও মোবাইল পাইনি। পরে সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি করি। আমাকে গতকাল সিংগাইর থানা থেকে ফোন করে জানানো হয় যে, আপনার হারানো মোবাইলটি পাওয়া গেছে। আমি আমার মোবাইল পেয়ে অনেক খুশি।

সংবাদটি শেয়ার করুন