ঢাকা | বুধবার
৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্বর্ণ চুরির ঘটনায় কাস্টমসের ৩ জনের ফের রিমান্ডে

স্বর্ণ চুরির ঘটনায় কাস্টমসের ৩ জনের ফের রিমান্ডে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাইজের গুদাম থেকে চুরি যাওয়া ৫৫ কেজি সোনা চুরির মামলায় দুই রাজস্ব কর্মকর্তাসহ তিন জনের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও সাইদুল ইসলাম সাহেদ এবং সিপাহী মো. আফজাল হোসেনের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, পাঁচ দিনের রিমান্ড শেষে আট আসামিকে আদালতে হাজির করা হয়। পরে সোমবার (১৮ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের পরিদর্শক রাশেদুল ইসলাম তিন জনের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। বাকি পাঁচ আসামি কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। পরে ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার তিন জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়াও, ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া চার জন সহকারী রাজস্ব কর্মকর্তা হলেন- মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর কাস্টমস হাউজের নিজস্ব গুদামের ভল্ট থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়। মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সংবাদটি শেয়ার করুন