বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিশুদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে হবে- নারী সাংসদ

সংরক্ষিত নারী আসন-৩৩ এর সাংসদ ফরিদা খানম সাকি বলেছেন, ‘শিশুদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে হবে। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, কারণ আমাদের এই শিশুরা আগামীর ভবিষ্যৎ। তাই তাদের নীতি আদর্শ ও দেশপ্রেম শিক্ষা দিতে হবে।’

মঙ্গলবার বিকেলে চাটখিল অডিটোরিয়ামে স্মার্ট সিটিজেন তৈরীতে প্রাথমিক শিক্ষার ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সদস্য ও নোয়াখালী মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ জাহাঙ্গীর কবির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, অরচার্ড গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফারুক, চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার। এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পরে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০২২-২০২৩ সালে নোয়াখালী জেলার ৯টি উপজেলা চেয়ারম্যানদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে এবং জেলার দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়াকে ২০২৩ সালের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনোনীত হওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিউটিশিয়ানকে গণধর্ষণ: দুই বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার

শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির তাঁর বক্তব্যে বলেন, স্বীকৃতি কাজের গতিকে বৃদ্ধি করে। আমি আগামীতে আরও বেশি কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানসম্মত ও গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র সহযোগী হওয়াই আমার মূল লক্ষ্য বলেও তিনি মন্তব্য করেন।

শ্রেষ্ঠ ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, একটা সময়ের পর আমরা কেউই বেঁচে থাকবো না। কিন্তু আমাদের কাজগুলো বেঁচে থাকবে। সে কারণেই সরকারের একটি ক্ষুদ্র অংশ হিসেবে কাজ করে যেতে চাই। প্রাথমিক শিক্ষা কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা বলেও তিনি মন্তব্য করেন।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন