ঢাকা | বৃহস্পতিবার
১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মহেশপুরে বিদ্যুৎ পৃষ্টে ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ মহেশপুরে বিদ্যুৎ পৃষ্টে ফাহিম আহম্মেদ (১৪) নামের এক হাফেজি মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কাজীবেড় ইউনিয়নের কোলা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় কাজীবেড় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইয়া নবী এবং ১নং ওয়াডের মেম্বার রুহুল আমিন জানান, মঙ্গলবার দুপুরে মাঠে ঘাস কাটতে যায় এই সময় পুকুরের সেচপাম্পের তার ঝুলে ছিলো ফাহিম হাত দিয়ে ঝুলন্ত তার সরিয়ে ঐ পাড়ে যাওয়ার চেষ্টা করে ঠিক তখন সে বিদ্যুৎ ইস্পূষ্টে পরে থাকে পরে সেচপাম্পের মালিক ফাহিমকে পরে থাকতে দেখে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে বাড়ি নিয়ে আসলে স্থানীয় ডাক্তার আব্দুল আজিজ তাকে মৃত ঘোষনা করে।

ফাহিম একটি হাফেজি মাদ্রাসায় পড়াশোনা করে সে গত কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে আসে তারা ১ ভাই ২ বোন সে সবার বড় বাবা গরুর ব্যবসা করে। বিষয়টি ইউপি চেয়ারম্যান ইয়া নবী নিশ্চিত করেছে। এই বিষয়ে মহেশপুর থানার ওসি খন্দাকার শামীম উদ্দিনের সাথে যোগায়োগ করলে তিনি বলেন এই বিষয়ে তাদেরকে কেউ কিছু জানায়নি কিন্তু তারা খোঁজ খবর নিচ্ছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন