চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধ ও করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ আগস্ট সকালে চরফ্যাশন উপজেলা প্রশাসন সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)আবদুল মতিন খান,ভাইস চেয়ারম্যান ছাদেক মিয়া,স্বাস্থ কর্মকর্তা ডা শোভন বসাক, প্রেসক্লাব সভাপতি আবুল হাশেম মহাজন,সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, সেটেলমেন্ট অফিসার মোঃ আবু তাহের, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, মৎস্য কর্মকর্তা মারুফ হোসাইন মিনার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মিয়া,সেলিম হাওলাদার,নাজিম উদ্দিন হাওলাদার, জহির পন্ডিত,আবুল কাশেমসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে সকল জনপ্রতিনিধিদের এলাকায় প্রচার প্রচারনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। এবং জ্বর অথবা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে গিয়ে পরীক্ষা করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।