ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ সদস্য নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা লেগে ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও পরবর্তীতে হাসপাতালে আনার পর মৃত্যু হয় আরও একজনের।

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা লেগে ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও পরবর্তীতে হাসপাতালে আনার পর মৃত্যু হয় আরও একজনের।

রবিবার (২৭ আগষ্ট) দুপুরে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির এসআই ফারুক বলেন, পুলিশ সদস্যদের বহনকারী ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত হয়েছেন।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, দুপুর দেড়টা পর্যন্ত সীতাকুণ্ড এলাকার দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন