বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বাউফলে প্রসূ‌তির মৃত্যু, পলাতক ক্লিনিক কর্তৃপক্ষ

বাউফলে প্রসূ‌তির মৃত্যুর, পলাতক ক্লিনিক কর্তৃপক্ষ

পটুয়াখালী বাউফ‌লে মাজেদা ক্লিনিকের ভুল চিকিৎসার কার‌ণে লীমা বেগম (২২) না‌মের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শ‌নিবার (২ আগস্ট) সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে উপ‌জেলার কা‌শিশুরী বন্দর বাজা‌রের মেইন সড়কের পাশে অবস্থিত মা‌জেদা ক্লি‌নি‌কে এ ঘটনা ঘ‌টে। মৃত্যুর পর ক্লিনিক কর্তৃপক্ষ, চিকিৎসক ও নার্সরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

মৃতের মা আমেনা বেগম জানান, শ‌নিবার তার মে‌য়ে‌কে নি‌য়ে ডাক্তার দেখা‌নোর উদ্দে‌শ্যে কালিশুরী বাজা‌রের মা‌জেদা ক্লি‌নি‌কে নি‌য়ে আসেন। ডাক্তার প‌রীক্ষা শে‌ষে রোগী‌কে হাসপাতা‌লে ভর্তি দেন। রোগীর মা তার মে‌য়েকে ভ‌র্তি রে‌খে নিজ বা‌ড়ি‌তে যান জামা-কাপড় আনতে। ‌ফি‌রে এসে দে‌খেন তার মে‌য়ে অপা‌রেশন থি‌য়েটা‌রে। কিছুক্ষণ পর কর্তৃপক্ষ তা‌কে জানান লীমা‌কে বরিশাল পাঠা‌তে হ‌বে। ক্লি‌নি‌কের লোকজনই অ্যাম্বুলেন্স ঠিক ক‌রে মৃত অবস্থা রোগীসহ তার স্বজন‌দের উঠি‌য়ে দেন। সেখান থে‌কে মাত্র ২০ মি‌নি‌টে রাস্তা পাড় হ‌য়ে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে আস‌লে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। ঘটনার পর থে‌কেই ডাক্তার, নার্সসহ মালিক প‌ক্ষের লোকজন পলাতক র‌য়ে‌ছেন। ঘটনা ধামাচাপা দি‌তে ক্লি‌নিক কর্তৃপক্ষ জোর চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন এলাকাবাসী।

এব্যাপারে জানতে চাইলে মাজেদা ক্লি‌নিকের মা‌লিক পক্ষ বেবি বেগমকে তাঁর মু‌ঠো‌ফো‌নে একাধিক বার কল করলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

চি‌কিৎসক সো‌য়েব মাহমুদ জানান, রোগী অ‌নেক আগেই মারা গে‌ছে। ওখান থে‌কে মৃত্যু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এবিষ‌য়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।তবে লাশ ময়নাতদ‌ন্ত না করার জন্য ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  প্রেমের টানে মরিশাসের তরুণী ফরিদপুরে

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বশির গাজী বলেন,মাজেদা ক্লিনিকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন