চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে এমরান খাঁন (২৯) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে আঠারো হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গতকাল বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ে সামনে মোটার সাইকেল তল্লাশি করে এসব ইয়াবাসহ পুলিশ তাকে আটক করে।
থানা সূত্রে জানাযায়, আটক পাচার কারি কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার আট নং ওয়ার্ডের- বৈদ্যরঘোনা এলাকার নাসির খাঁন এর পুত্র। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলামের নেতৃত্বে টহল পুলিশ মোটার সাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে আঠারো হাজার পিচ ইয়াবা ও মোটর সাইকেল (যার নং চট্র-মেট্রো-ল ১৫-০৫৫০) জব্দ করে ও চালকে আটক করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, চালকসহ ইয়াবা ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে। পাচার কারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা (৩৬) ১ সারণির ১০(গ)/৩৮ মামলা করা হয়েছে মামলা নং ৩৬। পরে আজ (২৪ আগস্ট) সকালে আসামি মো:ইমরান খাঁনকে কোর্টে প্রেরণ করা হয়েছে।