ঢাকা | বুধবার
৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে নৌ পুলিশের অভিযানে গ্রেফতার পাঁচ

ঈশ্বরদীতে নৌ পুলিশের অভিযানে গ্রেফতার পাঁচ

পদ্মার শাখা নদী গড়াইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বুধবার (২৩ আগষ্ট) বিকেলে ৫ জনকে গ্রেফতার ও বালু উত্তোলনের কাজে ব্যাবহৃত প্রায় ৪৬ লাখ টাকা মুল্যের মালামাল জব্দ করেছে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি।

নৌ পুলিশ রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবির এর নির্দেশনায় ও লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক এর নেতৃত্বে এস আই জামাল মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়ার হরিপুর মহিদুল কমিশনারের ইট ভাটার পাশ থেকে নদীর মধ্যে বালু উত্তোলনের সময় তাদের গ্রেফতার ও বালু উত্তোলনে বহন কাজে ব্যাবহৃত ড্রেজার ও বাল্ক হেড জব্দ করা হয়।

বালু উত্তোলনের সময় গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খাদিমপুরের দছিমুদ্দিন সরদারের ছেলে মুনসুর আলী (৪০), আইজ উদ্দীন মালিথার ছেলে শরীফুল ইসলাম (৩৬),সিরাজুল সরদারের ছেলে রাজীব সরদার (২৫),জিয়ারুল সরদারের ছেলে রাসেল সরদার (২৬) ও ভেড়ামারা পশ্চিম বাহিরচর ১২ মাইলের লাল চাঁদ মোল্লার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। গ্রেফতারকৃতদের কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেন লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি।

সংবাদটি শেয়ার করুন