ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আত্রাইয়ে অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার

আত্রাইয়ে অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার

নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে অপহৃতা স্কুলছাত্রী (১৩) কে উদ্ধার এবং অপহরণকারী যুবক শরিফ উদ্দীন (১৮) কে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার রাতে তাদেরকে ঢাকার গাজীপুরের গাছা থানার মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার ও উদ্ধার করা হয়।

এ ঘটনায় উদ্ধার ভিকটিমকে মেডিকেল চেকআপের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাটানো হয়েছে এবং গ্রেপ্তার শরিফ উদ্দীনকে আদালতে সোর্পদ করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের স্কুল পড়ুয়া কিশোরী মেয়ে গত ৩১ জুলাই সকালে প্রাইভেট পড়তে যায়।

এসময় বিষ্ণপুর (দারাবাতা) গ্রামের নজরুল ইসলামের ছেলে শরিফ উদ্দীনসহ কয়েকজন স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়, এমন অভিযোগ এনে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে গত ৩আগষ্ট থানায় শরিফসহ কয়েক জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার গাজীপুরের গাছা থানার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী যুবক শরিফ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার স্কুল ছাত্রীকে মেডিকেল চেকআপের জন্য বুধবার নওগাঁ সদর হাসাপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার শরিফ উদ্দীনকে আদালতে সোর্পদ করা হয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন