বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জবিতে নেই পর্যাপ্ত নিষ্কাশন ব্যাবস্থা ,যত্রতত্র জমছে পানি

জবিতে নেই পর্যাপ্ত নিষ্কাশন ব্যাবস্থা ,যত্রতত্র জমছে পানি

প্রচন্ড গরমের পর স্বস্থির বৃষ্টি, অনেকের জন্য সুখকর হলেও বিড়ম্বনা নিয়ে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। বৃষ্টি শেষে দীর্ঘক্ষণ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকছে পানি, ফলে জমে থাকা পানির জন্য ব্যাপক দূর্ভোগের সৃষ্টি হয় ক্যাম্পাসে চলাচল করা শিক্ষার্থীদের।

সরজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ,মনোবিজ্ঞান বিভাগ, গনিত বিভাগসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শেষেও পানি জমে থাকছে। ক্যাম্পাসে বিভিন্ন স্থানে পানি জমে থাকার জন্য ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল,সৃষ্টি হয়েছে দূর্ঘটনার আশঙ্কা। জমে থাকা পানি থেকে সৃষ্টি হতে পারে রোগ জীবাণুর বিস্তার। গত বুধবার রাতে এই জমে থাকা পানিতে পড়ে গিয়ে আহত হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাঈম সাদ।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যাবস্থা নেই এবং প্রশাসন থেকে এই পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যাবস্থাও গ্রহন করা হয়নি। সাধারন শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এই বিষয় ব্যাবস্থা গ্রহন করে সমস্যার সমাধান করবে।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, এভাবে জমে থাকা পানিতে মশা সহজেই বংশ বিস্তার করতে পারে৷ ফলে ডেঙ্গুর তীব্র ঝুঁকি সৃষ্টি হওয়ার আশংঙ্কা রয়েছে। আমরা ক্যাম্পাসে এমন পরিবেশ চাইনা৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, বিষয়টি আমি অবগত নই৷ বিস্তারিত জেনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গৌরবের পনেরো পেরিয়ে ষোল’তে জবি

সংবাদটি শেয়ার করুন