শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ধুনটে বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন ৩শ অভিভাবক

ধুনটে বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন ৩শ অভিভাবক

বগুড়ার ধুনট উপজেলায় বাল্যবিবাহ, আত্মহত্যা, মাদক ও ইভটিজিং বিরোধী জনসচেতেনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার জোড়শিমুল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় চত্তরে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপস্থিত প্রায় ৩শ অভিভাবক বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিয়েছেন।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। সভাপতিত্ব করেন জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান সরকার কাজল।

এসময় বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম খান, আফছার আলী, শাহাদত হোসেন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক সাজেদা খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য ওমর ফারুক ও ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  নিখোঁজ হাজং নারী-প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

সংবাদটি শেয়ার করুন