ঢাকা | বুধবার
৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় পলাশ হোসেন নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

সোমবার দুপুরে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত পলাশ হোসেন পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৫ মে বিকাল ৫টার দিকে পলাশ হোসেনের বাড়ির গোপন ঘর থেকে ২৩০ বোতল ফেন্সিডিল সহ বিজিবি সদস্যরা পলাশকে আটক করে। ওই ঘটনায় পাঁচবিবি থানায় বিজিবির পক্ষ থেকে একটি মাদকের মামলা দায়ের করা হয়। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার এ রায় দেন। তবে আসামী জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন