ঢাকা | বুধবার
৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাট মুক্তিযুদ্ধ নিয়ে “বীর বাঙালী” প্রকাশ

জয়পুরহাট মুক্তিযুদ্ধ নিয়ে বীর বাঙালী প্রকাশ

জয়পুরহাট সদর উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্বরণীয় করে রাখতে “বীর বাঙালী” নামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার শহরের জয়পুরহাট সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন ।

আরাফাত হোসেন জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জয়পুরহাট সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের জীবিত ও যুদ্ধাহত প্রত্যক্ষ বর্ননা স্মার্ট ডিভাইসের মাধ্যমে মুক্তিযুদ্ধের খন্ড খন্ড ইতিহাস ও স্মৃতির ডিজিটাল সংকলন তৈরি এবং তা ভবিষ্যত প্রজন্মের সামনে তুলে ধরার একটি ক্ষুদ্র প্র‍চেষ্টা হলো “বীর বাঙালী”।

সংবাদ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন