নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় শোক দিবস উপলক্ষে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপন ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ সম্পন্ন হয়েছে।
পিকেএসএফ এর অর্থায়নে ২০২২ সালে এসএসসি ও ২০২১ সালে এসএসসিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে ২য় বর্ষে উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে ২য় বার শিক্ষাবৃত্তি চেক ও বাজারজাত করণের লক্ষ্যে বিএসটিআই সনদ প্রদান, কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে বই ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২১শে আগষ্ট) বিকেল ৩ ঘটিকায় খাসেরহাটে অবস্থিত সাগরিকা প্রধান কার্যালয় সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোযাখালী জেলা প্রশাসক দেওযান মাহবুুবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লায়ন সাইফুল ইসলাম সুমন।
পিকেএসএফ-এর দিকনির্দেশনা ও আর্থিক সহযোগিতায় ৩২ জনকে ১২ হাজার টাকা করে এবং সাগরিকার নিজস্ব তহবিল থেকে ৭ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ২২ জন শিক্ষার্থীকে গাছের চারাসহ কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে বই ও গাছের চারা বিতরণ করা হয়। এসইপি প্রকল্পের আওতায় খামারীদের মাঝে বিএসটি আই সনদ প্রদান করা হয়।আলোচনা সভার পূর্বে পশ্চিম উরির চর বৃক্ষরোপনের উদ্ভোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
বক্তারা বলেন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা খুব কম সময়ে বহুদূর এগিয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে তারা ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। ঘুরে দাঁড়াচ্ছে কৃষক। উন্নত হচ্ছে মৎসচাষ,গরু-ছাগল-ভেড়া পালন। এছাড়া, যাবতীয় উন্নয়ন কাজে মানুষের কল্যাণে এগিয়ে আছে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উপ পরিচালক (মাইক্রোক্রেডিট) আলহাজ্ব মোঃ শামসুল হক, কো অর্ডিনেটর হান্নান মোল্লা, মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার জামাল উদ্দিন সিদ্দিকীসহ সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।