বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জয়পুরহাটে বোল বাম অনুষ্ঠিত

জয়পুরহাটে বোল বাম অনুষ্ঠিত

জয়পুরহাটে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের বোল বামের মহাপুণ্য স্নান ও শিব ঠাকুরের পূজা-অর্চনা। সোমবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার নারী-পুরুষ ভক্তরা সমবেত হন সদর উপজেলার গুয়াবাড়ি ঘাটের তুলশীগঙ্গা নদীর তীরে। সেখানে পূণ্যস্নান শেষে গঙ্গা জল নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ নগ্ন পায়ে হেটে আসেন দেশের বৃহত্তম বেল-আমলা বারো শিবালয় মন্দিরে। এ সময় পূন্যার্থীরা ‘বোল কাওরিয়া, বোল বাম’ ধ্বনীতে মুখরিত করে।

পরে মন্দিরে ভক্তরা শিব ঠাকুরের মাথায় দুধ ও জল ঢেলে পূজা অর্চনার মধ্য দিয়ে নিজের ও সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

মন্দির কমিটি জানায়, প্রতিবছর এই দিনে এই উৎসব পালন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান ও ভারত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে।

এছাড়া প্রাচীন এই উৎসব ঘিরে মন্ডা-মিঠাই, শিশুদের খেলনা সামগ্রীসহ বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  স্ত্রীকে বোন বানালেন স্বামী

সংবাদটি শেয়ার করুন