শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ৩ টি পাখি মাছ

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ৩ টি পাখি মাছ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাহবুব মাঝি(৪৬) নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩টি পাখি মাছ। এর মধ্যে একটির ওজন ৬০ কেজি ও অপর দুইটির ওজন ১০ কেজি করে।

বৃহস্পতিবার সকালে মাছ তিনটি আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রের আব্দুল্লাহ ফিস আড়তে নিয়ে আসা হয়। এসময় এ মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা। উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় পরে মাছ তিনটি দশ হাজার টাকায় কিনে নেন পটুয়াখালীর জাহাঙ্গীর নামের এক মাছ ব্যবসায়ী।

এর তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় মাহবুব মাঝির জালে মাছ তিনটি ধরা পড়ে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, দ্রুত গতির গভীর সাগরে চলাচলকারী এ মাছের বৈজ্ঞানিক নাম সেইল ফিস। এ মাছ ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটে চলে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ক্ষেতলালে দুটি বেকারির ২৫ হাজার টাকা জরিমানা

সংবাদটি শেয়ার করুন