শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
টানা ৯ দিন পর

শুরু হল বান্দরবান-রোয়াংছড়ি বাস চলাচল

শুরু হল বান্দরবান-রোয়াংছড়ি বাস চলাচল

টানা ৯ দিন পর বান্দরবান রোয়াংছড়ি সড়কে চালু হয়েছে গণপরিবহন চলাচল। বুধবার সকাল ৮ টায় রোয়াংছড়ি বাস ষ্টেশন থেকে কয়েকজন যাত্রী নিয়ে ছেড়ে যায় প্রথম বাসটি। বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় গেল ৭ আগস্ট থেকে বন্ধ হয়ে যায় বান্দরবান রোয়াংছড়ি সড়কে যান চলাচল। এরপর বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও সড়কের বিভিন্ন জায়গায় পাহাড়ের মাটি ধসে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীসহ স্থানীয়রা।

পরে মাটি সড়িয়ে সড়ক যোগাযোগ স্থাপিত হলেও সিএনজি মাহিন্দ্র মোটর সাইকেল চলাচল করলেও গনপরিবহন বন্ধ ছিল। টানা ৯ দিন আজ বুধবার সকাল থেকে শুরু হয় বান্দরবান থেকে রোয়াংছড়ির বাস চলাচল। আগে প্রতি ঘন্টায় বাস ছেড়ে গেলেও বর্তমানে পর্যাপ্ত যাত্রী না থাকার কারনে ২ থেকে ৩ ঘন্টার ব্যবধানে ছেড়ে যাচ্ছে বাস। তবে দীর্ঘদিন পর বাস চলাচল শুরু করায় স্বত্বি ফিরেছে পরিবহন শ্রমিকসহ যাত্রীদের মাঝে। বান্দরবান থেকে রোয়াংছড়ি যাওয়ার কয়েকজন যাত্রী বলেন- আমরা এতদিন জরুরী প্রয়োজনে দ্বিগুণ টাকা ভাড়া দিয়ে সিএনজিতে করে বান্দরবান-রোয়াংছড়ি আসা যাওয়া করেছি। কিন্তু সিএনজিতে তেমন একটা মালামাল পরিবহন করা যেত না। বর্তমানে বাস চলাচল শুরু করায় আমাদের অনেক উপকার হয়েছে, মালামাল আনা নেওয়া করতে অনেক সহজ হবে।

এ বিষয়ে বান্দরবান-রোয়াংছড়ি বাস কাউন্টারের লাইনম্যান পারভেজ বলেন- প্রথম দিনে হিসেবে যাত্রী একটু কম। আজ সারাদিনে একটা গাড়ী রোয়াংছড়িতে গেছে। যাত্রী না থাকাতে আর গাড়ী যায় নাই। তবে আস্তে আস্তে যাত্রীর সংখ্যা বাড়তে পারে বলে মনে করেন তিনি।

আরও পড়ুনঃ  নেত্রকোনা পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

তবে সাধারণ যাত্রী ও স্থানীয়দের দূর্ভোগের কথা চিন্তা করে প্রশাসনের সহযোগিতায় বান্দরবান-রোয়াংছড়ি সড়কে বাস চলাচল শুরু করেছে বলে জানান শৈলশোভা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম। তিনি বলেন, প্রবল বর্ষন ও পাহাড় ধ্বসের কারণে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের বেশ কিছু জায়গা ধ্বসে গিয়েছিল। যার কারণে বেশ কিছুদিন বাস চলাচল বন্ধ ছিল। এখন রাস্তা স্বাভাবিক হওয়াতে আজ থেকে বাস চলাচল শুরু করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন