বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে জামায়াতের ১১ নেতাকর্মী কারাগারে

ঈশ্বরদীতে জামায়াতের ১১ নেতাকর্মী কারাগারে

নাশকতার চেষ্টায় জামায়াত ইসলাম পাবনার ঈশ্বরদী শাখার ১১ নেতাকর্মীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে জামায়াত নেতাদের দাবী আটককৃতদের অনেকেই জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত নয়। শুধুমাত্র জামায়াত ইসলামের নেতা মাওঃ দেলোয়ার হোসেন সাইদীর গায়েবী জানাযায় অংশ নেওয়া তাদের আটক করা হয়েছে।

বুধবার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটকৃকতরা হলেন, ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার জামায়াত নেতা মাওঃ ফরিদ আহমেদ, মুলাডুলি ইউনিয়নের ডাঃ মজিবার রহমান, আল মামুন, পাকশী ইউনিয়নের শাহান আলী, সলিমপুর ইউনিয়নের মজিদ পাঠান, আজিজ পাঠান, আব্দুল বাতেন, দাশুড়িয়া ইউনিয়নের হাফেজ ইমতিয়াজ, গোলাম মোস্তফা, শামীম আহমেদ ও ঈশ্বরদী পৌর সভার ৬ নং ওয়ার্ডের সুজন আলী।

মামলার তদন্তকারী ঈশ্বরদী থানার এস আই কামরুজ্জামান জানান, আটককৃতরা মঙ্গলবার রাতে ঈশ্বরদীর মিরকামারি বিদ্যালয়ে নাশকতার চেষ্টার পরিকল্পনা করতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরক দ্রব্য, লিফলেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ আইনে নাশকতার চেষ্টার মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জামায়াত ইসলামের ঈশ্বরদী শাখার আমীর মাওঃ গোলাম রব্বানি খান জোবায়ের জানান, আটককৃতদের অনেকেই জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত নয়। ঈশ্বরদীর মিরকামারী স্কুল মাঠে জামায়াত নেতা প্রয়াত মাওঃ দেলোয়ার হোসেন সাইদীর গায়েবানা জানাজায় অংশগ্রহন করেছিল। এইজন্য বুধবার ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঠিকাদারের গাফিলতিতে সড়কে বিদ্যুতের খুঁটি

অনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন