ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত

জয়পুরহাটে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী পৃথক নানা কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী- বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে ।

এ উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আজ (মঙ্গলবার) বিকেলে শহরের উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে ৪০জন অসচ্ছল ও অসহায় মহিলাকে (প্রত্যেককে ২হাজার টাকা করে) মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান এবং সদর উপজেলার ৮জন সহ জেলার মোট ৪০জনকে সেলাই মেশিন প্রদান করা হয়।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট সহ- সভাপতি গোলাম হক্কানী মহিলা বিষয়ক কর্মকর্তা নায়লুন নাজমা বেগম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী প্রমুখ।

অপর দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে- আজ সকাল ১১টায় দলীয় কার্যালয়ে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন-জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট।

সংবাদটি শেয়ার করুন