ঢাকা | রবিবার
৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে- ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ পালিত

জয়পুরহাটে- 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস' পালিত

“মানুষই মুখ্য মাদককে না বলুন। শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন।”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে- জয়পুরহাটে নানা কর্মসূচিতে ‘ মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ‘ পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আজ (রবিবার) সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরে দিবসের প্রতিপাদ্যের ওপর গুরুত্বারোপ করে জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন- জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক
লে.কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী ও ইশতিয়াক আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবুল কালাম আজাদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি-পরিচালক রফিকুল ইসলাম, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু।

সংবাদটি শেয়ার করুন