নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে মহানগর বিএনপির আহবায়কসহ পাঁচজনকে।
শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় বিএনপির নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।
এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে পুলিশ ও সংবাদকর্মীসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, পুলিশের গুলিতে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৫ জন৷
জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, আমরা জনগণের জানমালের রক্ষায় যা দরকার তাই করব। কাউকে সড়ক-মহাসড়কে কোনও বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।