বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আমানের জন্য খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

আমানের জন্য খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন বিএনপি নেতা আমনাউল্লাহ আমানের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে প্রতিনিধিদল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিধিদলের মাধ্যমে আমানের জন্য খাবার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশে তার সহকারি একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) শনিবার (২৯ জুলাই) দুপুরে আমানকে দেখতে হাসপাতালে যান। তিনি আমানের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস বুঝিয়ে দেন।

প্রধানমন্ত্রীর পাঠানো উপহার গ্রহণ করেন আমান। মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আমান।

এ সময় আমানউল্লাহ আমানকে গাজী হাফিজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার জন্য এব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন। আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।’

গাজী হাফিজুর রহমান জানান, চিকিৎসার জন্য যেকোনো হাসপাতালে আমান যেতে চাইলে ব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চট্টগ্রামে নতুন করে আরও ৪৩ জনের করোনা শনাক্ত

সংবাদটি শেয়ার করুন