বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জয়পুরহাটে গৃহবধুর লাশ উদ্ধার

জয়পুরহাট পৌর শহরের আমতলী এলাকায় ভাড়া বাসায় রিতা নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত রিতা (৩০) কালাই উপজেলার ঘাটুরিয়া গ্রামের মেহেদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রিতার স্বামী ঢাকায় চাকরি করতেন। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি জয়পুরহাট শহরের আমতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সকালে তার সন্তানরা স্কুলে যায়, পরে তার ৬ বছরের ছেলে বাড়িতে এসে দেখেন খাটের উপর তার মায়ের লাশ পড়ে আছে। এসময় তার চিৎকারে স্থানীয় এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু

সংবাদটি শেয়ার করুন