নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানায় লাগা আগুন নেভাতে যাওয়ার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফায়ার সার্ভিসের ড্রাইভারসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন।
সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর চাষাঢ়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ইকবাল বাহার বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফায়ার সার্ভিসের ড্রাইভার জাহাঙ্গীরের নাম জানা গেলেও নিহত পথচারীর নাম-পরিচয় তাৎক্ষণিক এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ফকির এপারেলস নামে একটি পোশাক কারখানায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলের রওনা দেয় ফায়ার সার্ভিসের গাড়ি। পথে চালক স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে চাষাড়া এলাকায় ওই গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি গাড়ির ধাক্কা লাগে।
দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালক ও এক পথচারী নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি ফতুল্লায় যাচ্ছিল। পথে শান্তা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান।
আনন্দবাজার/শহক