বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জয়পুরহাটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

সবার আগে সুশাসন জন সেবায় উদ্ভাবন এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা কর্মসূচিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ (রবিবার) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে-জয়পুরহাট জেলা প্রশাসক সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরে দিবসের তাৎপর্য তুলে জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহীউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী,গোলাম হাক্কানী , জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভিন, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, ও জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন।এ অনুষ্ঠানে জেলা বিভিন্ন দফতর প্রধানরা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন