বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে শঙ্খিনী সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বুধবার (১৯ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার পূর্বাশা আবাসিক এলাকায় একটি বাড়িতে বিপন্ন প্রজাতির একটি শঙ্খিনী সাপ ঢুকে পড়ে। আতঙ্কিত হয়ে বাড়ির লোকজন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয় সাপটি উদ্ধার করতে।

খবর পেয়ে বন বিভাগ সদস্য সুব্রত সরকারকে সঙ্গে নিয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করে বন বিভাগকে হস্থান্তর করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বিষধর শঙ্খিনী সাপটি নানা রঙে সজ্জিত সুন্দর, এর মাথা আকারে বেশ বড়, কালো রং, সারা শরীরজুড়ে পরপর কালো ও হলুদ ডোরা। এটি মূলত ইলাপিডি গোত্রের বিষাক্ত সাপ। যার ইংরেজি নাম ব্যান্ডেড ক্রেইট এবং বৈজ্ঞানিক নাম বাঙ্গারাস ফ্যাসিয়াটাস। নিউরো টক্সিন বিষ সংবলিত শঙ্খিনী সাপকে এলাকা ভেদে আলাদা আলাদা নামে ডাকা হয়। যেমন- শাখামুটি, সানি সাপ, দুই মাথা সাপ প্রভৃতি।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কবরে চোরের হানা

সংবাদটি শেয়ার করুন