ঢাকা | সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে কোটা বিরোধী নাশকতার বিরুদ্ধে সতর্ক অবস্থানে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনের আড়ালে নাশকতা ও উসকানিমূলক তৎপরতার বিরুদ্ধে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, টিএসসি, মধুর ক্যান্টিন ও ভিসি চত্বর এলাকায় সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকেন।

এই কর্মসূচিতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মো. মেসবাউল ফেরদৌস স্বচ্ছ-সহ কেন্দ্রীয় নেতারা সক্রিয়ভাবে অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বিভিন্ন হল ও বিভাগীয় ইউনিটের শতাধিক নেতাকর্মী।

ছাত্রলীগ নেতারা বলেন, কোনো উসকানি বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে। শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রলীগ সর্বদা প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন