বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জয়পুরহাটে অসচ্ছল ক্রীড়াবিদদের মাঝে চেক বিতরণ

বুধবার জয়পুরহাটে জেলার ১৫জন অসচ্ছল,অসুস্থ ও অসমর্থ ক্রীড়াবিদ এবং ক্রীড়াসেবীদের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ৩লাখ ৬০হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে দুপুরে(আজ)জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার অসচ্ছল, অসুস্থ ও অসমর্থ ১৫জন ফুটবল, ক্রিকেট, কাবাড়ি ও হকি খেলোয়াড় এবং রেফারি সহ-ক্রীড়াসেবীদের মাঝে অনুদানের চেক গুলো বিতরণ করা হয়।

আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী অসমর্থ ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের হাতে আর্থিক অনুদানের এ চেক গুলো তুলে দেন। উল্লেখ্য, এদের প্রত্যেককে মাসে ২হাজার টাকা করে এক বছরের জন্য ২৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।

ওই সময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী তরুণ প্রজন্মকে কি ভাবে মাদক থেকে দূরে রেখে খেলাধূলায় সম্পৃক্ত করার মাধ্যমে- জয়পুরহাট জেলার ক্রীড়াঙ্গনকে আরো বিকশিত ও সমৃদ্ধ করা যায়- সে বিষয়ের ওপর গুরুত্বারোপ করে অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন।

এ সময় সেখানে অন্যান্যের মধ্যে-জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম লেবু উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চুয়াডাঙ্গায় দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ

সংবাদটি শেয়ার করুন