তীব্র দাবদাহে পুড়ছে দেশ। দেশের কোথাও কোথাও হালকা ও মাঝাড়ি বৃষ্টি হলেও তাপমাত্রা কমাতে তেমন কোন প্রভাব পড়েনি। ফলে তীব্র দাবদাহ আর ভাবসা গরমে অতিষ্ট জন জীবন। চলমান এই দাবদাহের কারণে পাবনার ঈশ্বরদীতে ভ’-গর্ভস্থ পানির স্থরও নেমেছে আশংকাজনক হারে। ফল¯্রুতিতে প্রায় প্রতিটি অঞ্চলের অধিকাংশ নলকুপই হয়েছে পানি শূন্য। ভূ-গর্ভস্থ পানির তীব্র সংকটের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক সামগ্রীর দৈনন্দিন মূল্য।
দেশব্যপী প্রবাহিত এই তাপ প্রবাহের দরুন বাজারে সাধারণ ফ্যানের পাশাপাশি রিচার্জেবল ফ্যানের দামও বেড়েছে প্রায় দিগুন। তাই স্বল্পআয়ের মানুষের গরম নিবারনের শেষ আশ্রয়স্থল হয়েছে তাল পাতার তৈরী পাখা বা হাত পাখা। কিন্তু অনিয়ন্ত্রিত বাজার আর সিন্ডিকেট ব্যবসায়ীদের কারনে সেই তালের পাখার বাতাসেও এবার উষ্ণতা ছড়িয়েছে। মাত্র ১৫ থেকে ২০ টাকা দামে যে হাত পাখা বিক্রি হয়েছে সর্বত্র। সেই হাত পাখাই এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। মাত্র কয়েক দিনের ব্যবধানে সামান্য হাত পাখার এই মূল্য বৃদ্ধির কারনে নিন্ম আয়ের লোকেরা পড়েছে চরম বিপাকে।
ঈশ্বরদী উপজেলার সাহাপুর, জয়নগর, নতুন হাট, মুলাডুলি, দাশুড়িয়া, সিলিমপুরসহ ঈশ্বরদী বাজারের মুদি দোকান গুলোতে হাতপাখা ব্যবহারকারীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। তবে হঠাৎ করে দাম দিগুন হওয়াতে অনেকেই তাল পাখাতেও দাবদাহের উষ্ণতা লেগেছে বলে মন্তব্য করছেন।