জয়পুরহাটে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে- জেলা টাক্সফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের- ‘ তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল কর্তৃক বাস্তবায়নাধীন- ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম এর আওতায়- জেলা প্রশাসনের আয়োজনে তামাক বিরোধী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে জয়পুরহাট কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার শুরুতে স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ পাঠ করেন- সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা- চৈতি রায় ।
পরে তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ এ প্রশিক্ষণে তামাক বিরোধী জেলা টাক্সফোর্স কমিটির কর্তৃত্বপ্রাপ্ত সদস্য সহ মোট ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।